Skip to main content

Posts

পদ্ম বালিকা

: : . . বৃষ্টিতে কাকভেজা হয়ে ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় অফিস থেকে ফিরে দেখি টেবিলের উপর একটা নীল খাম। চিঠি, তাও আবার আমার জন্য ! এযুগে কে চিঠি পাঠায়। প্রাপকের জায়গায় সুন্দর করে গুটিগুটি অক্ষরে আমার নাম লেখা, তানভীর রানা। প্রেরকের কোন নাম ঠিকানা লেখা নেই। প্রেমপত্র নাকি? নিজমনেই হেসে নিলাম খানিককাল । আগে ফ্রেশ হয়ে নিই তারপর দেখা যাবে কি পত্র আর কেই বা পাঠিয়েছে। ফ্রেশ হয়ে এসে চিঠি খুলে অবাক হতে হল আমাকে। সারা চিঠিতে মাত্র একলাইন লেখা, "আগামী ২০ তারিখ শুক্রবার সার্কিট হাউজের সামনে থাকবেন, বিকাল ৫ টা। - পদ্ম বালিকা" পদ্ম বালিকা মানে ইরা ! সারপ্রাইজ হজম করতে কিছুটা সময় লাগল, অনুভব করছি অন্যরকম এক ভালো লাগার আবেশ ঘিরে ধরছে আমায় । এতদিন ধরে যাকে মনেমনে খুজছি সে আজ হঠাৎ কোথা থেকে উদয় হল? নাকি কেউ মজা করছে আমার সাথে? সেটাও বা কিভাবে সম্ভব, পদ্ম বালিকা নামটার পিছনের কাহিনী গুটিকয়েক জন মানুষ ছাড়া কেউ জানে না। ইরা- ইরা- ইরা মনের ভেতর যেন হাজারটা বাদ্যযন্ত্র ঝংকার তুলেছে। মন আদ্র হয়ে আসছে,বুকের কোথার যেন একটু চিনচিনে ব্যথা । পুরানো ডায়েরি খুলে ইরার প...
Recent posts

অভিনয়.......!!

......... তখন ক্লাস নাইনে পড়ি।হঠাৎ পারিবারিক একটা সমস্যার কারণে আগের স্কুলটা ছাড়তে হলো। তবে তার সাথে সাথে পড়ালেখার জীবন থেকে ও হারিয়ে গেলো একটা বছর। কারন পুরাতন স্কুল থেকে আমাকে ছাড়পএ দিতে চায়নি। আমি বরাবর ই খুব মেধাবী ছাএ ছিলাম।এইদিকে নাইনের ও রেজিস্টেশন হয়ে গেছে। কিন্তু আমাকে ও যে নতুন স্কুলে যেতেই হবে। তাই বাধ্য হয়েই একটা বছর পিছনে পড়লাম। নতুন স্কুলে ভর্তি হলাম।নতুন পরিবেশ, সব কিছুই নতুন। নতুন নতুন মুখ।কাউকেই তেমন চিনি না। সেজন্য স্বভাবতই একটু একা একা থাকতে হয়। ৩-৪ দিন খুব একা একা কাটালাম। কিন্তু একা একা কি আর ভালো লাগে? তাই ইচ্ছে করেই কয়েকটা ছেলের সাথে একটু একটু কথা বলি। কিন্তু কোন মেয়ের সাথে এখনও কথা বলিনা। কারণ এমনিতেই মেয়েদের প্রতি এলার্জি এর মধ্যে মেয়েদের সাথে কথা বলে,সম্পর্ক গড়লে স্কুলের হেড স্যার ভাববে হয়তো আমার এমন স্বভাব বলেই,আগের স্কুল থেকে আমাকে বের করে দিয়েছে।যেহেতু আগের স্কুলটা খুব স্বনামধন্য ছিল। কিন্তু আমি ইচ্ছে করেই নিজের সমস্যার কারনে আগের স্কুলটা ছেড়েছি। সেজন্য নিজের সম্মান রক্ষার্থে নিজেকে খুব সংযত রাখি। - দেখতে দেখতে চলে এলো ১ম সা...

অভিমান ২

  -- মামা একটু তাড়াতাড়ি চালান। এত আস্তে চালালে তো আজকে রাত শেষ হয়ে যাবে বাসায় যেতে যেতে। কে শোনে কার কথা? বলার পরও রিকশাওয়ালার কোন বিকার নেই। তিনি তার আপন গতিতেই রিক্সা চালাচ্ছেন। আর এদিকে আমি যতই বাসার দিকে এগুচ্ছি ততই বুকটা ধুকপুক করছে। কোন সন্দেহ ছাড়াই আজকে বাসায় তুলকালাম কান্ড ঘটে যাবে। আমাকে আমার আদরের বউ তাড়াতাড়ি বাসায় আসতে বলেছিল আজ। তাড়াতাড়ি মানে সন্ধ্যা ছয়টার মধ্যে ঘরে প্রবেশের হুকুম। কিন্তু এখন রাত সাড়ে নয়টা। মনে মনে অফিসের বসের চৌদ্দগুষ্ঠি উদ্ধার করলাম। বসকে এত করে বলার পরও বস আমাকে কিছুতেই ছাড়লেন না! অবশেষে বাসায় এসে পৌছুলাম। বুকের ভেতর থেকে হাপরের মত শব্দ হচ্ছে। কাঁপাকাঁপা হাতে কলিংবেলে চাপ দিলাম। একবার, দুইবার, তিনবার। খটাং করে দরজা খুলে গেল। উনার চেহারার দিকে তাকালাম। চেহারা থমথমে হয়ে আছে। ঝড় উঠার পূর্ব লক্ষন। -- মানে হয়েছে কি আজ বস আমাকে ছাড়লোই না। কতো করে................... মুখের কথা মুখেই রয়ে গেল। তানিয়া মানে আমার বউ আমার দিকে এমন ভাবে তাকালো যে আমার পা থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠলো। -- ইয়ে তানিয়া এমন ভাবে তাকাচ্ছো কেন? ভয় লাগেত...

_____রোমান্টিক_পেত্নী

_______________________________ সন্ধ্যা হয়ে গেছে,, আমি আনমনে রাস্তা দিয়ে সেই বিকাল থেকে হেটেই চলছি৷ মাথার উপর দিয়ে ২টা পাখি উড়ে চলে গেল তার আপন নিড়ে ৷ তাই আমিও হেটে চলছি আমার আপন নিড়ে.....৷। গন্তব্য আরও ৩০ মিনিট দুরে,,, যদি সিগারেটের নেশা থাকত তাহলে হয়ত এতক্ষনে ২/১ প্যাকেট খাওয়া হয়ে যেত,,, এমন কোন নেশা নাই কিন্তু একটা নেশা আছে, খুব ভয়ংকর নেশা সেটা হল ( বাদরামি) . . হেটে চলছি সেই পরিচিত পথ ধরেই,,, হঠাৎ একটি ২ তলা বাড়ির দিকে নজর পড়ল,,বাড়িটির দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে চোখ আটকে গেল। রোড লাইটের আবছা আলোয় দেখলাম একটা মেয়ে চুল আচরাচ্ছে...।। দুর থেকে দেখে মোটামুটি সুন্দরীই মনে হল...।। যাই হোক,আমার কিন্তু ওই বদ অভ্যাসটা মাথাচারা দিয়ে উঠল...। . "এই যে আন্টি রাতে বারান্দায় এভাবে চুল আচরাবেন না,,,পেত্নি ভর করতে পারে" !! . -কী . -হ্যা গুরুজনরা তো তাই বলে৷ তাই আপনাকে বললাম ৷৷ . বলেই হাটা শুরু করলাম...। দেখতে পেলে পোলাপান ডাইকা মাইর দিতে পারে৷৷ তাই ভাইগা আসলাম,,,, ৷ বিষয়টা এখানেই শেষ হতে পারতো, তা আর হল না,,,, ৷ আমি মোড়ে দাড়িয়ে খুব মনযোগ ...

...............:::অভিমান ::

ঘুমিয়ে থেকে বিছানার পাশে হাতড়িয়ে দেখি রিয়া পাশে নেই।তাই ঘুম ঘুম চোখে তাকে ডাক দিলাম। অথচ তার কোন সাড়া পেলাম না।তাই বাদ্য হয়ে ঘুম থেকে উঠতে গেলাম,কিন্তু পারলাম না।শরীরটা কেমন যেন দুর্বল হয়ে আছে। তাই আবার শুয়ে পড়লাম এবং রিয়াকে ডাক দিলাম। নাহ,এবারও কোন সাড়া পেলাম না। তখনই আমার মনে পড়ল গতকাল রাতের ঘটানাটা। তাই আর শুয়ে রইলাম না।বাদ্য হয়ে আমাকে উঠতে হলো।কারণ আমি যদি এখন না উঠি তাহলে হয়তো আমার অফিস আজ মিস যাবে। অন্যদিন হলে রিয়াই আমাকে ডেকে তুলে অফিসে যাওয়ার জন্য তাড়া দিত। আজ মনে হয় ও নেই। তাই আমাকেই এখন নাস্তা তৈরি করে খেয়ে অফিসে যেতে হবে। ধুরর,কিছুই ভাল্লাগছে না।যাই ফ্রেশ হতে হবে। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, রিয়াটা কে?কালকে রাতে কি এমন ঘটনা হয়েছে?আর রিয়া এখন কোথায়? তাহলে আমি ফ্রেশ হয়ে এসে আপনাদের বলি। এবার শুনুন, রিয়া হলো আমার বউ।বড্ড বেশী অভিমানী।গতকাল রাতে আমার সাথে তার কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির একপর্যায়ে আমি তার গায়ে হাত তুলি। যার ফলস্বরুপ উনি অভিমান করে উনার বাবার বাসায় চলে গেল। আর যার ফলে সবগুলো কাজ আমি হতভাগাকে করে অফিসে যেতে হবে। আর আম...

-------------------: রাগিনী

---ও মাগো এই ভোর বেলা বৃষ্টি এলো কোথা থেকে??? ---বৃষ্টি না আমি পানি ঢালছি। ---ঐ পেত্নী তুই পানি দিলি ক্যান???? ---আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আর তোর অফিসে। ---এই ভোর বেলা আমার মতন মাসুম ছেলের ঘুমের বারটা বাজিয়ে আবার মিথ্যা বলিস পেত্নী। ---এই নে দ্যাখ কয়টা বাজে, আজ যদি আমার কলেজে দেরি হয় না দেখাবনে। আর পেত্নী বলার সাধটা তোলা রইল। ---ও মা, ৯টা বাজে। তুই যা আমি আসছি, নাশতা রেডি কর। তারাতারি বাথরুমে ঢুকলাম, আজ খবর আছে নতুন বস আসছে আজ। আর আজ যদি দেরি হয় খবর আছে। আসুন পরিচয় দিয়ে নিই, আমি শিমুল, আর ঐ পেত্নী নিঝুম, এক মাত্র আদরের বোন, আর বাবা, মা নিয়ে চার জনের ছোট্ট একটা পরিবার। ---ও মা, তারাতারি নাশতা দাও। ---আদ দামড়া ছেলে বেলা করে ঘুমিয়ে এখন আসছে। ---কথা বল না তো। কী রে পেত্নী তুই রেডি তো। ---আমি তোর মতন লেট লতিফ নাকি, আমি রেডি। ---দেখিস তোরে একটা লেট লতিফ মার্কা ছেলে দেখেই বিয়ে দিব। রেডি হয়ে বের হলাম দুই ভাই বোন। আমার অফিস যাবার পথেই ওর কলেজ পরে, তাই একসাথেই নিয়ে যেতে হয়। গল্প করতে করতে ওর কলেজ পৌছে গেছি, ---এই পেত্নী নাম তোর কলেজ চলে আসছি। যা ক্লাসে য...

কাল ছেলের ভালবাসা............

------- ---এই তুমি ওই মেয়েটার দিকে তাকাচ্ছ কেন???? ---কই কোন মেয়ে, আমি তো কোন মেয়ের দিকে তাকায় নি। ---আমি দেখছি, তুমি তাকাইছো। তুমি আমাকে আর ভালবাস না। ---আরে এখানে ভাল না বাসার কী হল??? ---আমি জানি এখন আর আমাকে ভাল লাগেনা, পুরাতন হয়ে গেছি না। ---মানুষ কী কখন পুরাতন হয় পাগলি???? ---ও এখন মানুষ হয়ে গেলাম আমি। ---আরে কী বলি আর তুমি কী বুজছ??? ---আর বেঝাতে হবে না, আমি বুঝে গেছি। থাক তুমি আমি গেলাম। বলে অভিমানে গাল ফুলিয়ে চলে গেল ইভা। পাগলিটা কী করে না, ছোট খাটো বিষয় নিয়ে একটুতে রেগে যায়। অনেক চেষ্টা করলাম ওকে আটকাতে, কোন লাভ হল না। ওর চলে যাওয়া পথের দিকে অপলক তাকিয়ে রয়েছি। মেয়েটা বড্ড অভিমানি। একটু বেশিই বৈকী...... ও হ্যা, আমি নাঈম, আর যে চলে গেল সে ইভা। আমরা দেশের সনাম ধন্য একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রী । ও যে আমাকে কি দেখে ভালবাসছিল, একমাত্র ও নিজেই জানে। আমি দেখতে শুনতে খুব একটা ভাল নয়, কালো একটা ছেলে, পারিবারিক অবস্থাও খুব একটা ভাল না। কিন্তু এই মেয়েটি আমাকে প্রথম এসে প্রপজ করে। প্রথমে ওকে ফিরিয়ে দিলেও পরে শুরু হয় ওর পাগলামি। এক সময় ওর...